Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্য/উদ্দেশ্য ও বৈশিষ্ট্য

লক্ষ্য ও উদ্দ্যেশ্য-

বিয়াম ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য ‘‘সরকারী কর্মকর্তাদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখf’’।

 

প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য-

 

১. বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্তৃক পরিচালিত;

২. নিরিবিলি, নিরাপদ ও মনোরম পরিবেশ;

৩. আধুনিক প্রযুক্তি নির্ভর ও দক্ষ ব্যবস্থাপনা;

৪.  সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর ও আইপিএস-এর মাধ্যমে);

৫. প্রয়োজনীয় সকল ধরনের নিজস্ব অবকাঠামো ও লজিস্টিক সাপোর্ট;

৬. এখানে রয়েছে বঙ্গবন্ধু কর্ণার, আমার বাংলাদেশ কর্ণার ও ডিজি চত্বর;

৭. ঝামেলামুক্ত ও স্বল্প ব্যয় সম্পন্ন;

৮. আধুনিক কোর্স ব্যবস্থাপনা এবং ইংরেজীতে গুরুত্বরোপসহ বাস্তব সম্মত কোর্স মডিউল ও দক্ষ প্রশিক্ষক;

৯. সার্বক্ষণিক অনলাইন স্ট্রিমিং সুবিধা সম্পন্ন সিসি ক্যামেরা;

১০. সমগ্র ক্যাম্পাস Wifi Hotspot সুবিধা;

১১. ক্যাম্পাসে রয়েছে বজ্রপাত নিরোধক ব্যবস্থা;

১২. ধুমপানমুক্ত ক্যাম্পাস;

১২. মনোরম পরিবেশ ও স্বাস্থ্য সেবা;

১৩. অগ্নি নির্বাপক ব্যবস্থা।